রামুর দূর্গম এলাকা গর্জনীয়ায় ৮০০ জনকে কোভিট ১৯ টিকাদান

বিপুল উৎসাহ উদ্দীপনায় দূর্গম এলাকা গর্জনীয়ায় রামু স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে ৪০ উর্ধ্ব বয়সীদের কোভিট-১৯ টিকা দেয়া হয়েছে।

গত ১৪ মার্চ রবিবার দিনব্যাপী গর্জনীয়া উপস্বাস্থ্য কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত ৮০০ জনকে কোভিট ১৯ টিকা দেয়া হয় বলে জানান স্যাকমো আহসান উদ্দীন রুবেল ও মাঝিরকাটা সিসির সিএইচসিপি সাকেত উল্লাহ।

উক্ত করোনা ভ্যাকসিন প্রদান ক্যাম্প উদ্বোধন করেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সরওয়ার উদ্দিন। তাঁদেরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান গর্জনিয়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ রিপন চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের সিঃ স্বাস্থ্য কর্মকর্তা উচাপ্রæ মারমা, এস এমও ডাঃ সুরাইয়া খানম, এম আই এস কর্মকর্তা উচাইমংসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন গর্জনীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

তিনি ইতঃপূর্বে সেবাগ্রহীতাদের সুবিধার্থে গর্জনীয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ৩টি পাখা (ফ্যান) ২০টি চেয়ার অনুদান, টিকাদানে জড়িত সকল সেবাদাতা ও সেবাগ্রহীতাদের বিশ্রাম ও হালকা নাস্তা খাওয়ানোসহ প্রচার প্রচারণার দায়িত্ব নেন। তিনি দূর্গম এলাকায় টিকাদান কর্মসূচীর ব্যবস্থা ও সফল করায় রামু স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

 

করোনাচট্টগ্রামবান্দরবানরামু
Comments (0)
Add Comment