করোনার ৩য় ঢেউয়ে বিপর্যয়, ফের লকডাউন পাকিস্তানে

করোনা পরিস্থিতি কাটিয়ে না উঠতেই করোনার ৩য় ঢেউয়ে বিপর্যয়, ফের লকডাউন ঘোষণা করলো পাকিস্তান। এই করোনা মহামারির তৃতীয় ঢেউ মোকাবিলায় বিপর্যয়ের আশঙ্কায় পাকিস্তানের কিছু কিছু অঞ্চলে ফের লকডাউন জারি করা হয়েছে।

পাকিস্তানে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫ হাজার ২০০ এবং প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৫০৮ জন।

দেশটির বৃহত্তম প্রদেশ পাঞ্জাব এবং উত্তরাঞ্চলে এই লকডাউন কার্যকর করা হয়েছে বলে গত রোববার ১৪ মার্চ খবর দিয়েছে মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেস (এপি)।

বার্তায় বলা হয়েছে, করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের বিপর্যয়ের মুখোমুখি হতে যাওয়া পাকিস্তানের উত্তরাঞ্চলের কিছু অংশ এবং পাঞ্জাবে আংশিক লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ দুই অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা শনাক্ত করে সেখানে কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে।

রাজধানী ইসলামবাদে নাগরিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করে সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাপাকিস্তানলকডাউন
Comments (0)
Add Comment