দেশে করোনার সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পেছাতে পারে-শিক্ষামন্ত্রী

করোনা মহামারির ধকল যেতে না যেতেই দেশে ফের শঙ্কা বাড়াচ্ছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। টানা তৃতীয় দিনের মতো হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে।

এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী জানালেন, যদি দেশে আবারো করোনা সংক্রমণের হার বাড়ে ছুটির মেয়াদ বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

হঠাৎ করেই করোনা সংক্রমনের হার একদম তলানিতে থেকে আবারও উর্দ্ধোমুখী। টানা তৃতীয় দিনের মতো হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে দেশে। দৈনিক সনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।

গত শুক্রবার ১২মার্চ সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে ১ হাজার ৬৬জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩জন। সবমিলে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৫১৫জনে।

সংক্রমণের হার যখন বাড়ছে তখন সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ মার্চ স্কুল ও কলেজ খোলার কথা থাকলেও শিক্ষামন্ত্রী জানান, সংক্রমণের হার বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে।

গত বছর ১৭ মার্চ থেকেই দেশে করোনা মহামারির সংক্রমণ বাড়তে শুরু করলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনাজাতীয়শিক্ষা মন্ত্রণালয়
Comments (0)
Add Comment