সীতাকুণ্ডে বৃহস্পতিবার শুরু হচ্ছে শিব চতুর্দশী মেলা

সীতাকুণ্ডে বৃহস্পতিবার শুরু হচ্ছে শিব চতুর্দশী মেলা । সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী তিথিতে পূজা উপলক্ষে শুরু হচ্ছে এই মেলা। সীতাকুণ্ডের সংযুক্ত দুই পাহাড়ের চূড়ায় অবস্থিত বিরুপাক্ষ ও চন্দ্রনাথ মন্দির। এই চন্দ্রনাথ মন্দির ১২০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে।

ফাল্গুন মাসে শিবচতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে করে প্রতিবছরই এখানে আসেন দেশ-বিদেশের পুণ্যার্থীরা। মেলা উপলক্ষে সীতাকুণ্ড রেলস্টেশনে ৫টি আন্তঃনগর ও ১টি মেইল ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে যাত্রাবিরতি দিচ্ছে।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, বৃহস্পতিবার (১১ মার্চ) থেকে তিনদিনব্যাপী এ মেলা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ।

তিনি আরো বলেন, ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত মেলায় প্রতি বছর দেশ-বিদেশের লাখ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে। প্রায় ৩০০ বছর পূর্ব থেকে সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রচলন শুরু হয়। এই মেলা সনাতন ধর্মাবলম্বীদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। মেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০ সদস্য ও ৩০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মেলার দেড় কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাহাড়ি পথে হেঁটে যেতেই চোখে পড়বে শংকর মঠ। এর সামনেই ব্যাস কুণ্ড। এখানে এখন দিনভর চলে পুণ্যস্নান ও তর্পন। এটি পার হয়ে পাহাড়ের দিকে উঠতেই রামসীতার মন্দির। সীতাকুণ্ড বাজার থেকে পাহাড় পর্যন্ত দেড় কিলোমিটার পথে বসে মেলা।

চট্টগ্রামশিতাকুণ্ড
Comments (0)
Add Comment