দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ঘোষিত মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাস কর্মসূচির অংশ হিসেবে ৯ মার্চ সোমবার ১১ নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের তত্ত্বাবধানে সকাল থেকে এলাকার আরবান সদু রোড, মুরাদ চৌধুরী বাড়ী এবং মহেশ খালের কিছু অংশে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন।

প্রায় ৫০ জন সেবক নিয়ে এ পরিচ্ছন্ন কাজ পরিচলানা করতে গিয়ে বলেন, মশার উপদ্রপের কারনে মানুষ স্বস্থিতে ঘুমাতে পারছেনা। তাই মশা প্রজনন ক্ষেত্র গুলোতে মশার ঔষধ ছিটানো এবং পরিস্কার পরিচ্ছন্ন অবস্থা ধরে রাখতে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান।

তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের বাসগৃহের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখবেন। নালায় বা খালে কোন রকম ময়লা আবর্জনা ফেলবেন না। এলাকার অলি-গলিতে যেখানে সংস্কার ও মেরামত প্রয়োজন সেখানে পর্যায়ক্রমে সংস্কার কাজ করা হবে বলে তিনি ঘোষনা দেন।

কাউন্সিলর আরো বলেন, ওয়ার্ড এলাকা ও নগরীকে আবর্জনামুক্ত করা কাউন্সিলর বা মেয়র একার দায়িত্ব নয়। নগরীতে বসবাসকারী হিসেবে নাগরিকদের সে দায়িত্ব পালন করতে হবে বলে জানান। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব কুমার শর্মা, ফরিদ আহমদ ও ফরিদুল আলম।

Comments (0)
Add Comment