ইরানের বিরদ্ধে কোন প্রস্তাব পাস না করতে রাশিয়ার হুঁশিয়ারি

ইরানের বিরদ্ধে কোন প্রস্তাব পাস না করতে রাশিয়ার হুঁশিয়ারি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া ধারাবাহিক পোস্টে এই হুঁশিয়ারি দেন আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ।

উলাইয়ানভ বলেন, এই ধরনের প্রস্তাব পাস করার চেষ্টা হলে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এক্ষেত্রে আইএইএ’র বোর্ড অব গভর্নরস বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে এবং অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরীক্ষা চালানো বন্ধ করতে পারেন। এসব বিষয়ে কী করতে চান তা গভর্নরসদেরকে বেছে নিতে হবে।

তিনি বলেছেন, ইরানের বিরদ্ধে কোন প্রস্তাব পাস করলে তার পরিণতি ভালো হবে না। এই মর্মে তিনি হুঁশিয়ারি ঘোষণা দেন। আইএইএ’র বোর্ড অব গভর্নরসের আসন্ন বৈঠকে ইরান-বিরোধী প্রস্তাব ভোটাভুটিতে দেয়ার কথা রয়েছে যা হবে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জ।

আইএইএইরিনরাশিয়া
Comments (0)
Add Comment