কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি দিতে যাচ্ছে পাকিস্তান-ভারত

কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি দিতে যাচ্ছে পাকিস্তান-ভারত। এছাড়া অন্য সব চুক্তি কঠোরভাবে মেনে চলতে রাজি হয়েছে প্রতিবেশী দুই দেশ। গত কয়েক বছর ধরে কাশ্মীর সীমান্তে দু দেশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

দু দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে আলোচনার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হয়। দীর্ঘ সময় পর প্রতিবেশি দুই দেশ কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাতে জানা যায়, নিয়ন্ত্রণ রেখা এবং অন্যান্য সেক্টরেও সমঝোতা ও অস্ত্রবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এবং এই যুদ্ধবিরতি দ্রুতই কার্যকর করা হবে।

Comments (0)
Add Comment