সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, ইহুদিবাদী ইসরাইল যেভাবে আরব দেশটিতে আগ্রাসন চালিয়ে আসছে, আমেরিকার পক্ষ থেকে চালানো হামলা প্রকৃতপক্ষে তারই ধারাবহিকতা।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো গতকাল সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী প্রদেশ দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থকে এই বিবৃতি দেয়া হলো।

গতকাল মার্কিন বাহিনী ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়েছে। এমন একটা প্রেক্ষাপট আমেরিকা এই হামলা চালালো যখন সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বাহিনী সিরিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারিত্ব কায়েম করে রেখেছে এবং তেলসহ নানা রকম প্রাকৃতিক সম্পদ লুট করছে।

 

সূত্র- আল জাজিরা, বিবিসি।

Comments (0)
Add Comment