শাহবাগে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ

সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরুর আগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি থেকে জাতীয় গণগ্রন্থাগারের সামনে আসলে পুলিশের মুখোমুখি হয়।

স্থগিত হওয়া পরীক্ষা চালু করার দাবিতে শাহবাগে জড়ো হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ-শিক্ষার্থীদের মুখোমুখি হতে দেখা গেছে। সেখান থেকে আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালুর দাবিতে শাহবাগ চত্বরে বিভিন্ন স্লোগান নিয়ে- আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘আমাদের পরীক্ষা নিতে হবে, ‘আমার ভাইয়ের মুক্তি, দিতে হবে, জড়ো হয়। শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষা নিয়ে প্রহসন চাই না। আমরা পরীক্ষা দিতে চাই।

এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, আপনাদের পরীক্ষা হোক আমরাও চাই। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিন। এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব।

শিক্ষার্থীরা বলেন, আটকৃতদের ছেড়ে না দিলে আমরা এখান থেকে যাবো না। ছাত্রদের মুক্তি দিন তারপর ভিসি বরাবর স্মারকলিপি দেব। আমাদের দাবি না মানলে আমরা আবারো ছাত্রদের নিয়ে আন্দোলনে যাবো। ছাত্রদের মুক্তি দিয়ে পরীক্ষা চালু করে দিন।

Comments (0)
Add Comment