ক্যারিয়ার গড়তে উচ্চ শিক্ষায় বিদেশে

প্রতিবছর বিভিন্ন দেশ বা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দেওয়া হয়। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাষ্ট্রের ওয়েবসাইটে অথবা ফেইসবুক পেইজে প্রকাশ করা হয় ভর্তি সংক্রান্ত তথ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও আবেদনের প্রস্তুতি নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পদ্ধতি-

মালয়েশিয়া: স্কলারশিপ ইন মালয়েশিয়া

মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা ৪টি পর্যায়ে ভাগ করা হয়:
১. ডিপ্লোমা কোর্স: এটি ২ থেকে ৩ বৎসর সময় লাগে।
২. আন্ডার গ্র্যাজুয়েট কোর্স: এটি ৩ থেকে ৫ বৎসর মেয়াদী।
৩. পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রী: ১.৫ থেকে ২ বৎসর মেয়াদী।
৪. ডক্টরাল (PhD) ডিগ্রী: ৩-৫ বৎসর মেয়াদী।
এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থা সেমিস্টার ভিত্তিক । প্রতি শিক্ষাবর্ষ ৩ টি সেমিস্টারে বিভক্ত।
১ম সেমিস্টার : জানুয়ারী-এপ্রিল।
২য় সেমিস্টার : মে-আগষ্ট।
৩য় সেমিস্টার : সেপ্টেম্বর-ডিসেম্বর।

ডিপ্লোমা কোর্স: ডিপ্লোমা কোর্সের জন্য নূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হয়।
আন্ডার গ্র্যাজুয়েট কোর্স: আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য ন্যূনতম ১২ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী: পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ন্যূনতম ১৬ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ ব্যাচেলর ডিগ্রীধারী।

ডক্টরাল (PhD) ডিগ্রী: ডক্টরাল (PhD) কোর্সের জন্য পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রী এবং ব্যাপক গবেষণালব্ধ অভিজ্ঞতা দরকার হয়। এছাড়া ব্যচেলর পাশ করেও মালয়েশিয়াতে ডিপ্লোমা অথবা পূনরায় ব্যচেলরে যাওয়া যায়। কারণ মালয়েশিয়াতে স্টাডি গ্যাপ গ্রহনযোগ্য। মালয়েশিয়ায় আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পড়াশুনার জন্য বিদেশী শিক্ষার্থীদের ইংরেজী ভাষার নিম্নোক্ত যেকোন একটি যোগ্যতা থাকতে হবে।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

তুরস্ক: তুর্কি বৃত্তি

তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ে পড়ার সাধারণ যোগ্যতা থাকতে হবে।

সংযুক্তি: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়।

আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

মিসর: সরকারি বৃত্তি

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ে পড়ার সাধারণ যোগ্যতা থাকতে হবে।

সংযুক্তি: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়।

আবেদনের সময়: এপ্রিল-জুলাই।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

সৌদি আরব: স্কলারশিপপ ইন কিং সৌউদ

মাসিক ছাত্রবৃত্তি ৮৪০ রিয়েল বা ১৮,৫০০ টাকা
বিনামূল্যে পড়াশুনা ও থাকার ব্যবস্থা ,ক্যাম্পাস থেকে ছাত্রাবাস পর্যন্ত ফ্রি বাস সার্ভিস
জেদ্দা থেকে মক্কা মদিনা জিয়ারতের সুব্যবস্থা
বিবাহিত শিক্ষার্থীদের জন্য ফ্যামিলি ভিসা ও কোয়ার্টার (ফ্ল্যাট)
বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, বছরে ৩/৪ মাস গ্রীষ্মকালীন ছুটি
দেশে আসা যাওয়ার ফ্রি এয়ার টিকেট
নতুন শিক্ষার্থীদের আগমনের পর ১৬৮০ রিয়াল বা ৩৭,০০০ টাকা প্রস্তুতি ভাতা।

১. এইচএসসি অথবা আলিম বা সমমান এর সার্টিফিকেট (A-)
২. পাসপোর্ট
৩. পাসপোর্ট সাইজের ১কপি ছবি
৪. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ
৫. বায়োডাটা
৬. বয়স সীমা ১৭-২৫ বছর।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ

অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা: স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

সংযুক্তি: আইইএলটিএস ৬.৫ স্কোর

আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ

নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে এই বৃত্তি প্রদান করা হয়। স্নাতকোত্তরের জন্য বৃত্তির মেয়াদ ১-২ বছর ও পিএইচডির জন্য সাড়ে ৩ বছর পর্যন্ত হতে পারে।

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা।

সংযুক্তি: আইইএলটিএস স্কোর ৬.৫ বা টোয়েফল আইবিটি স্কোর ৯০

আবেদনের সময়: ফেব্রুয়ারি-মার্চ।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

যুক্তরাষ্ট্র: ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়া যায় এই বৃত্তির আওতায়। ১০টি ভিন্ন একাডেমিক খাতে বৃত্তি প্রদান করা হয়।

প্রাথমিক যোগ্যতা: ভালো ফলসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি।

সংযুক্তি: টোয়েফল স্কোর ৮০ বা আইইএলটিএস স্কোর ৭.০, নির্বাচনী ধাপে জিআরই পরীক্ষার স্কোর যুক্ত করতে হয়

আবেদনের সময়: এপ্রিল-মে-জুন।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

কানাডা: এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ

কানাডা সরকারের অর্থায়নে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে এই বৃত্তির আওতায়। চার মাস বা এক সেমিস্টারের জন্য বৃত্তি দেওয়া হয়।

আবেদনপ্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

যুক্তরাজ্য: কমনওয়েলথ বৃত্তি

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির মাধ্যমে। প্রায় ছয়টি ক্ষেত্রের বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়।

প্রাথমিক যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।

সংযুক্তি: ভাষা দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়।

আবেদনের সময়: সেপ্টেম্বর-জানুয়ারি

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

ফ্রান্স: আইফেল এক্সেলেন্স বৃত্তি

এই বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

ভারত: আইসিসিআর শিক্ষাবৃত্তি

ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনায় বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট স্কলারশিপ ও এসএলআইইটি বৃত্তি

শ্রীলঙ্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে বৃত্তি সুবিধা আছে।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

জার্মানি: শিক্ষা বৃত্তি

জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডিএএডি-এর আওতায়।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

রাশিয়া: সরকারি বৃত্তি

শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে সে জন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ যোগ্যতা।

আবেদনের সময়: সেপ্টেম্বর-ফেব্রুয়ারি।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

চীন: সিএসসি বৃত্তি

চায়নিজ স্কলারশিপ সেন্টারের বৃত্তির মাধ্যমে চীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। বৃত্তিপ্রাপ্তদের চীনা ভাষা শেখানো হয়।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

জাপান: এমইএক্সটি বৃত্তি

জাপানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা: স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

সংযুক্তি: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রযোজ্য।

আবেদনের সময়: জানুয়ারি-জুলাই।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ

অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা: স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

সংযুক্তি: আইইএলটিএস ৬.৫ স্কোর

আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল।

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ

নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে এই বৃত্তি প্রদান করা হয়। স্নাতকোত্তরের জন্য বৃত্তির মেয়াদ ১-২ বছর ও পিএইচডির জন্য সাড়ে ৩ বছর পর্যন্ত হতে পারে।

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা।

সংযুক্তি: আইইএলটিএস স্কোর ৬.৫ বা টোয়েফল আইবিটি স্কোর ৯০

আবেদনের সময়: ফেব্রুয়ারি-মার্চ

বিস্তারিত:- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা পেইজে চোখ রাখুন।

Comments (0)
Add Comment