চট্টগ্রামে করোনার ভ্যাকসিন, প্রথম ধাপে পাবে সম্মুখ যোদ্ধারা

করোনা ভ্যাকসিন নিয়ে কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর । বন্দরনগরী চট্টগ্রামে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছে করোনার ভ্যাকসিন। ধারাবাহিকভাবে করোনার কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সিটি প্রশাসক জনাব খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, প্র্রথম ধাপের ভ্যাকসিন পাবে সম্মুখ সারির যোদ্ধারা। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চট্টগ্রাম মেডিকেল, সি এম এইচসহ মোট তিনটি হাসপাতালে এই ভ্যাকসিন সেবা প্রধান করা হবে।

তিনি বলেন, মহানগর এলাকায় সিটি করপোরেশন এবং উপজেলা পর্যায়ে ইউএনও’র তত্ত্বাবধানে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালিত হবে। রেজিস্ট্রেশনের হিসাব মতে চাহিদা অনুযায়ী ইপিআই স্টোর থেকে সিটি করপোরেশন এবং উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ করা হবে।

চট্টগ্রাম সিভিল সার্জন বলেন, রোববার ভ্যাকসিন এলেও সঙ্গে সঙ্গে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে না। এ কাজে নিয়োজিতদের প্রশিক্ষণ শেষে ৫ থেকে ১০ ফেব্রুয়ারি মধ্যে চট্টগ্রামে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হতে পারে।

মহানগর এলাকায় প্রাথমিকভাবে ১৫টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র চূড়ান্ত করেছে সিটি করপোরেশন করোনা ভ্যাকসিন প্রদান কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নগরের এ ১৫ কেন্দ্রে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে। ভ্যাকসিন পেতে অগ্রাধিকার তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না।

Comments (0)
Add Comment