পরিবেশবান্ধব ড্যাশ এইট উড়োজাহাজ ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


পরিবেশবান্ধব ড্যাশ এইট উড়োজাহাজ ‘ধ্রুবতারা’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ রোববার সকালে ধ্রুবতারাসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ যেটা উদ্বোধন করতে যাচ্ছি, সেটা যেমন আমাদের অভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন আমরা করতে পারব। সে লক্ষ্য নিয়ে আমরা মনে করি এই সংযোগগুলো কাজে লাগবে।’

পরিবেশবান্ধব ড্যাশ এইট উড়োজাহাজ ‘ধ্রুবতারা’

করোনা মহামারি সরকারের বিভিন্ন পরিকল্পনা ওলটপালট করে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা এতগুলো, এত চমৎকার এয়ারলাইনসগুলো কিনলাম, কিন্তু করোনাভাইরাসের ফলে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপীই এই সমস্যাটা হচ্ছে।’

গত ১০ বছরে দেশের পতাকাবাহী বাংলাদেশ বিমানে ১২টি অত্যাধুনিক উড়োজাহাজ সংযুক্ত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারিতে আরো দুটি ড্যাশ এইট বিমান এই বহরে সংযুক্ত হবে।’

এ সময় দেশের ২০টি জেলায় নির্মিত ফায়ার স্টেশন কার্যালয়, ছয়টি জেলা সদরে নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকার কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগার ও একটি এলপিজি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

BimanDhrubotara
Comments (0)
Add Comment