আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনের তারিখ ঘোষণা


আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭, ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড ৬ এর প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল হবে। এই চার ওয়ার্ডের আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৩১ ডিসেম্বর বাছাই হবে এবং ৭ জানুয়ারি র্পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তবে যারা প্রার্থী আছেন, তারা বহাল থাকবেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। সব ভোট একই দিন (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

সবশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ২৯ মার্চ এই সিটির ভোট অনুষ্ঠানের করতে চেয়েছিলো ইসি। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়।
নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় আগস্টের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এখন ৫ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯ প্রার্থী রয়েছেন ভোটে।

Comments (0)
Add Comment