আমার চেয়েও সফল হবে, ছাড়িয়ে যাবে স্বপ্নের সীমানা : শাকিব

 

ঢাকাই সিনেমার ‘স্টার কিড’ বলতে গেলে শুধুই শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বাবা-মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় জয়। ২০১৬ সালের আজকের দিনে (২৭ সেপ্টেম্বর) কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে। সেই হিসেবে আজ জয়ের চতুর্থ জন্মদিন।

জন্মদিনে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ছেলে জয়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, “আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনো আছে। এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি-আমি সব সময় এক ছাদের নিচে থাকতে পারছি না; কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সব সময় এবং আজীবন ভালোবাসি বাবা।”

খোঁজ নিয়ে জানা গেছে, জয় বর্তমানে মায়ের সঙ্গে বগুড়ায় অবস্থান করছে। কিছুদিন আগে নানি মারা যাওয়ায় এবারের জন্মদিনে নেই কোনো আয়োজন। আর ঢাকায় না থাকায় এবারের জন্মদিনে দেখা হচ্ছে না বাবা শাকিব খানের সঙ্গে।

নাগরিক ব্যস্ততায় বাবা শাকিব খানের সঙ্গে জয়ের আয়োজন করে খুব একটা দেখা না হলেও গত বছরের জন্মদিনে বাবা শাকিব খান সকালেই উপহার নিয়ে দেখা করতে গিয়েছিলেন জয়ের সঙ্গে। সেই ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া গত বছর মা অপু বিশ্বাসও বেশ ঘটা করে পালন করেছিলেন ছেলের জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন অপুর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন।

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর জয় বর্তমানে মায়ের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

Comments (0)
Add Comment