বার্সেলোনার বিরুদ্ধে করোনা সংক্রমণের তথ্য গোপনের অভিযোগ


স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে করোনা সংক্রমণের তথ্য গোপনের অভিযোগ করেছে একটি স্প্যানিশ গণমাধ্যম। তাদের দাবি, ৫ জন ফুটবলার ও ২ জন কোচের দেহে করোনাভাইরাস শনাক্ত হলেও, লা লিগা কর্তৃপক্ষের কাছে সেটি গোপন করেছে ক্লাবটি।

লা লিগা শুরুর চূড়ান্ত ঘোষণার একদিন পর এমন তথ্য ফাঁস করে একটি কাতালান রেডিও। কোন ৫ জন ফুটবলার কিংবা কোচ করোনা পজিটিভ হয়েছিলেন সেটি জানায়নি গণমাধ্যমটি। তবে তাদের দাবি, মে মাসের শুরুতে আক্রান্ত হন তারা। তাদের দেহে ভাইরাস শনাক্ত করা হলেও, কোন ধরণের লক্ষণ দেখা দেয়নি।

বর্তমানে সবাই সুস্থ আছেন বলেও দাবি করেছে গণমাধ্যমটি। স্পেনে সবার আগে অনুশীলনে ফিরেছে বার্সেলোনা। শুরুতে আলাদা আলাদা অনুশীলনের নিয়ম বেঁধে দিলেও, সম্প্রতি সবাইকে একসঙ্গে অনুশীলনের অনুমোদন দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

আর সে হিসেবেই পুরোদমে অনুশীলনে ফিরেছেন মেসি-সুয়ারেজরা। ১১ জুন থেকে শুরু হচ্ছে লা লিগা। ১৩ই জুন মায়োর্কার বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারো প্রতিযোগিতায় ফিরছে বার্সা। তবে তার আগে গণমাধ্যমের এমন খবরে আবারো সমালোচনার মুখে পড়েছে বর্তমান টেবিল টপাররা।

Comments (0)
Add Comment