গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩৯৬৭, মৃত্যু ১০০


ভারতে এ পর্যন্ত প্রায় ৮২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৮১,৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৯৬৭ জন। আর মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২,৬৪৯ জন। সুস্থ হয়ে উঠেছে ২৭ হাজার ৯২০ জন।
ভারতে তৃতীয় দফার লকডাউন চলছে। আগামী ১৭ মে এই দফার মেয়াদ শেষ হবে। তবে নতুন করে আরেক দফা লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। দেশ্টিতে মোট করোনা আক্রান্তের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৫২৪। মৃত্যুর দিক দিয়েও শীর্ষে এই রাজ্য। সেখানে মৃতের সংখ্যা এক হাজার ১৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ৫৯ জন।
সংক্রমণের দিক দিয়ে এরপর রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৭৪ জন। এরপরই রয়েছে গুজরাট। এ রাজ্যে মোট আক্রান্ত ৯ হাজার ৫৯১ জন। মৃত্যুর দিক দিয়ে মহারাষ্ট্রের পরই এই রাজ্য। গুজরাটে ইতোমধ্যেই ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। গুজরাটের পর রয়েছে দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার।

Comments (0)
Add Comment