করোনায় দেশে নতুন আক্রান্ত ৩৪১, মারা গেছে ১০ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৩৪১ জন আক্রান্তকে শণাক্ত করা হয়েছে।

এ সময়ের মধ্যে মারা গেছেন আরও ১০ জন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে।

মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। নতুন মৃত ১০ জনের ৬ জন ঢাকায়, ৪ জন ঢাকার বাইরে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

যারা মারা গেছেন, তাদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ঢাকায় সাতজন ও ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী তিনজন, ষাটোর্ধ্ব পাঁচজন এবং সত্তরোর্ধ্ব একজন রয়েছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

Comments (0)
Add Comment