এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিন প্রেসিডেন্ট এর হুমকি

বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস।এমন পরিস্থিতিতে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রতি ডব্লিউএইচও’র পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দেন ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকের বলেন, মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, করোনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে ভুল পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। ট্রাম্প বলেন, তারা আমাকে চীনের জন্য যুক্তরাষ্ট্রের রাস্তা খোলা রাখার পরামর্শ দিয়েছিল। সৌভাগ্যবশত আমি সেই পরামর্শ মানিনি।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব চলছে। মৃত্যু ও আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চীনকে বহু আগেই ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। আর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপড়েন চলছেই।তিনি আরও বলেন, তহবিল যাতে বন্ধ করে দেওয়া হয় সেই বিষয়ে আমি নজর রাখবো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার আটশ ৫৪ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Comments (0)
Add Comment