রানি এলিজাবেথ সুস্থ আছেন


চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ১৯৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ বিশ্বব্যবস্থা বিপর্যস্ত। এর মধ্যেই, ৯৩ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ কোভিড-১৯ এ আক্রান্ত কি না, তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বিশেষত রাজপরিবারের প্রিন্স চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এই প্রশ্ন আরও জোরাল হয়েছে। এ ব্যাপারে বাকিংহাম প্যালেসের বরাতে শুক্রবার (২৭ মার্চ) রয়টার্স জানিয়েছে, রানি এলিজাবেথ এখনও সুস্থ আছেন।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত প্রধানমন্ত্রী বরিস জনসন সর্বশেষ মার্চের ১১ তারিখ রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেছিলেন। তারপর থেকে তিনি তার স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনযাপন করছেন।

রাজকীয় ওই মুখপাত্র আরও জানিয়েছেন, রানি এলিজাবেথ এখন পশ্চিম লন্ডনের উইন্ডসোর প্রাসাদে তার স্বামী প্রিন্স ফিলিপসের সঙ্গে বসবাস করছেন। সেখানে তার দেখাশোনা করার জন্য স্বল্প সংখ্যক রাজকর্মচারীও রয়েছে।

এদিকে, সর্বশেষ বুধবার (২৫ মার্চ) রানি এলিজাবেথ টেলিফোনে কথা বলার সময় ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়েছে। ওই সময়ে তিনি টেলিফোনে তার সাপ্তাহিক বক্তব্য রাখছিলেন।

Comments (0)
Add Comment