বাংলাদেশে করোনাভাইরাস এর ঝুকি ও জনজীবন

করোনা ভাইরাস এর সংক্রমন খুব দ্রুত ছড়িয়ে পড়ার ঝুকিতে এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতি পূর্ণ আমাদের এই দেশটিও। কিন্তু এমন ভায়বহ মুহুর্তেও ঘরে বসে থাকা সম্ভব নয় অধিকাংশ মানুষের। যারা মধ্যবিত্ত তাদের প্রায় সকলেরই ঘরে বসে থাকলে আয় রোজগার বন্ধ থাকবে। আর দরিদ্র, যারা দিন এনে দিন খায় তাদের একটি দিনও ঘরে বসে থাকার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে করোনা ঠেকাতে যতো পদক্ষেপ নেয়া হোকনা কেনো, মধ্যবিত্ব ও দরিদ্র মানুষ গুলোর দুবেলা আহার কিভাবে জুটবে তার কোন সমাধান এখনো মেলেনি। যদিও অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন কিন্তু তাদের সামর্থও খুবি সীমিত। এমন অনেক ভাসমান মানুষ আছেন যাদের যাবার কোন জায়গা নেই। তাদের অনেকের নেই কোন করোনার ভয় নেই, নেই কোন কিছু হারানোর ভয়।
অনেকে জানেন কি বিপদ সামনের দিন গুলোতে অপেক্ষা করছে কিন্তু তারাও নিরুপায়। তাদের সবার একটাই জিজ্ঞাসা, ঘরে বসে থাকলে তাদের খাবার আসবে কোথা থেকে?
২৫-মার্চ-২০২০ পর্যন্ত জন সমাগম কিছুটা থাকলেও ২৬-মার্চ-২০২০ থেকে ঘরেই থাকতে হবে সকলকে। জরুরী প্রয়োজনে বের হতে হলে প্রয়োজনীয় প্রমানাদি সাথে নিন, নতুবা আপনাকে সশস্ত্র বাহিনীর মুখোমুখি হতে হবে।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

Coronavirus in Bangladeshবাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি
Comments (0)
Add Comment