কক্সবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত


কক্সবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।

তিনি গত ১৮ মার্চ থেকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন।

তিনি জানান, গত ১৮ মার্চ সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর যেসব ডাক্তার-নার্স তাকে চিকিৎসা দিয়েছেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এমনকি তিনি নিজেও কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত ওই রোগী গত ১৩ মার্চ দেশে ফিরে চট্টগ্রাম শহরের নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় ছোট সন্তানের বাসায় অবস্থান করেন। পরদিন ১৪ মার্চ তিনি নিজবাড়িতে ফেরেন কিন্তু ১৭ মার্চ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার শহরে আনা হয়। ওইদিন তিনি শহরে বড় সন্তানের বাসায় ছিলেন। ১৮ মার্চ তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার সংস্পর্শে আসা সবাইকে পক্ষকালের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সসহ অন্যান্যরা কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গেছে।

Comments (0)
Add Comment