নির্বাচন পেছানো হবে কিনা, দুই-একদিন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত: সিইসি


চট্টগ্রাম সিটি নির্বাচন ও ঢাকা-১০ আসনের উপনির্বাচন পেছানো হবে কিনা, সেই বিষয়ে দুই-একদিন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আজ মঙ্গলবার ১৭ মার্চ সকালে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা।

সিইসি বলেন, করোনার প্রভাবে দেশের এমন পরিস্থিতির কথা ভেবে দুই একদিন পর্যবেক্ষণের পরে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনের উপনির্বাচন হওয়ার কথা। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল।

এছাড়া আগামী ২৯ মার্চ পাঁচটি আসনের উপনির্বাচনসহ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৭ জন স্বতন্ত্র প্রার্থী।

Comments (0)
Add Comment