সিটি নির্বাচনে মিছিল-সমাবেশ না করার আহ্বান


নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত না করার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

দেশে আটজন রোগী ধরা পড়ার পর সব ধরনের সভা-সমাবেশ বন্ধে আইইডিসিআরের তাগিদের পর সোমবার বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এআহ্বান জানান।

সিটি ভোটের প্রার্থীদের প্রচারণার জন্য ডিজিটাল মাধ্যম, টিভি-রেডিও অথবা মোবাইল ফোনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় সিটি নির্বাচনকে সামনে রেখে এখন সব প্রার্থীই গণসংযোগে ব্যস্ত।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন ফজলে রাব্বি বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতনতার পাশাপাশি কিছু সামষ্টিক প্রস্তুতিও নিতেই হবে।

“যেখানেই সভা মিছিল সমাবেশ বা গণজমায়েত সেখানেই সংক্রমের আশঙ্কা সর্বোচ্চ। এগুলো করা যাবে না। এর পরিবর্তে ডিজিটাল প্রচারণা, এসএমএম, ফোন কল, রেডিও টিভির মাধ্যমে প্রয়োজনে স্ক্রল দিয়ে।

“নির্বাচন কমিশনও অনুষ্ঠান আয়োজন করতে পারে। সেখানে সব প্রার্থীরা গিয়ে তাদের কথা বলবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও এমন আয়োজন করা যেতে পারে।”

তিনি বলেন, “বাংলাদেশে নির্বাচন মানে মিছিল-শোডাউন গণজমায়েত। এবার গণস্বাস্থ্য বিবেচনায় এটা অবশ্যই বিসর্জন দিতে হবে।”

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে এবার সাত জন মেয়র প্রার্থী, ১৬১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং ৫৬ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশিরভাগই বাড়ি বাড়ি গিয়ে এবং লোক সমাগমের স্থানে প্রচারণা চালাচ্ছেন পুরোদমে।

Comments (0)
Add Comment