মীপস্ পলিটেকনিকে কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ফ্রি প্রশিক্ষণ উদ্বোধন


ফরহাদুল ইসলাম খান:  বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে নগরীর মীপস্ পলিটেকনিকে ফ্রি প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করা হয়েছে। এতে কম্পিউটার এ্যাপ্লিক্যাশন, গ্রাফিক্স ডিজাইন এবং ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং-এর ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

গত ৭ মার্চ লালখানবাজারস্থ মীপস্ পলিটেকনিক ক্যাম্পাসে ২০২০ সালের এসএসসি, এসএসসি (ভোক), দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ ফ্রি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ও মীপস্ পলিটেকনিকের প্রাক্তন অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক, কাপ্তাই’র প্রাক্তন অধ্যক্ষ আশুকোষ নাথ, চট্টগ্রাম পলিটেকনিকের প্রাক্তন চিফ ইনস্ট্রাক্টর এবং বিভাগীয় প্রধান (মেকানিক্যাল) প্রদীপ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

মীপস্ পলিটেকনিকের পরিচালক সাইদুর রহমানের সভাপতিত্বে ও মীপস্ পলিটেকনিকের শিক্ষক দেবাশীষ ধরের সঞ্চালনায় সভায় বক্তারা বাংলাদেশের কারিগরি শিক্ষার গুরুত্ব ও বর্তমান সরকারের উদ্যোগে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভিশন ২০২০-২০৪০ সালের সফল বাস্তবায়নে, Skills readiness for achieving SDG & adopting IR 4.0 ইন্টারন্যাশানাল কনফারেন্স’র লক্ষ্য এবং কারিগরি শিক্ষার যুগোপযোগী ও প্রাযুক্তিক উন্নয়নের মধ্য দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার কথা বলেন।

এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করেন শিক্ষক আমেনা বেগম, রাজেশ কর্মকার প্রমুখ। সভায় বক্তারা মীপস্ পলিটেকনিকের এই ফ্রি প্রশিক্ষণ কর্মসূচিকে স্বাগত জানান।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে চট্টগ্রাম শহর এবং আশপাশস্থ সকল অঞ্চলের ২০২০ সালের এসএসসি, এসএসসি (ভোক), দাখিল শিক্ষার্থীদের যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবে। এ ব্যাপারে চট্টগ্রাম লালখানবাজারস্থ ক্যাম্পসে সরাসরি এসে অথবা ০১৭১২-০৭৮৬৫০, ০১৯১৩-১১০৮৫১ নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

Comments (0)
Add Comment