ভারতে সেলফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু


ওড়িশ্যা: ভারতে সেলফোন বিস্ফোরণে এক তরুণী মারা গেছেন। দেশটির ওড়িশ্যা রাজ্যের খেরিয়াকানি গ্রামে এ ঘটনা ঘটেছে। তরুণীর নাম উমা ওরাম(১৮)।

জানা গেছে, দুপুরের খাবার শেষে উমা সেলফোনে কল করতে গিয়ে দেখেন, তাতে চার্জ নেই। তিনি এটি চার্জে দিয়ে একজনের সাথে কথা বলা শুরু করলে ফোনটি বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইনে প্রকাশিত ছবি অনুযায়ী, ফোনটিতে নকিয়া লোগো দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি নকিয়া-৫২৩৩ মডেলের ফোন। এই মডেলটি প্রথম ২০১০ সালে বাজারে আসে।

এতো পুরাতন মডেলের একটি ফোন কী কারণে বিস্ফোরিত হলো তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, ফোনটির ব্যাটারি উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটেছে।

প্রসঙ্গত, এর আগেও বিশ্বের অনেকস্থানে সেলফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

cell phone explosion killed a girl
Comments (0)
Add Comment