আগামী বছর থেকে দ্বিগুণ হারে হবে ভূমিকম্প

সম্প্রতি দ্য জিওলজিকাল সোসাইটি অফ আমেরিকা (জিএসএ) এর বিশেষজ্ঞদের জমা দেওয়া এক রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বে আগামী বছর থেকে দ্বিগুণ হারে ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে।
গত ২২-২৫ অক্টোবর জিএসএ’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন গবেষণা জরিপের মধ্যে ইউনিভার্সিটি অফ কলোরাডোর রজার বিলহাম এবং ইউনিভার্সিটি অফ মন্ট্যানার রেবেকা বেনডিক এর উত্থাপিত এক গবেষণার অনুসারে এই তথ্য জানানো হয়।
বিলহাম ও রেবেকা পৃথিবীর আবর্তন এবং ভূকম্পন-এর সক্রিয়তার মধ্যকার সংযোগকে সামনে নিয়ে আসেন।
পৃথিবীর আবর্তনের গতি ক্রমান্বয়ে কমে যাওয়ায় এই আশঙ্কা করছেন তারা। যদিও এই আবর্তনের গতি খুবই সামান্য হারে হ্রাস পায়, এবং এটি পৃথিবীর দিন এবং রাতে মাত্র কিছু মিলিসেকেন্ড পরিবর্তন করে, তবুও পৃথিবীর ওপর এটি খুবই ভয়ংকর প্রভাব ফেলতে পারে।
গত সপ্তাহে বেনেডিক্ট বলেন, ‘পৃথিবীর আবর্তনের সঙ্গে ভূমিকম্পের সক্রিয়তার শক্তিশালী সংযোগ রয়েছে। এ সংযোগ বিশ্লেষণের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আগামী বছর তীব্র মাত্রার ভূমিকম্পের সংখ্যা বাড়বে।’

Earthquake could double next year
Comments (0)
Add Comment