এক মাস পেছালো ফরহাদ মজহার অপহরণ প্রতিবেদন

এক মাস পেছালো কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন। আগামী ৭ ডিসেম্বর এ প্রতিবেদন দাখিলের জন্য  নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এ দিন ধার্য করেন।গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে স্ত্রী ফরিদা আক্তারকে নিজের মোবাইল ফোন থেকে কল করে জানান, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মেরে ফেলাও হতে পারে। এরপর ওইদিন সন্ধ্যা পর্যন্ত ছয়বার তার স্ত্রীর কাছে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

Farhad Mazhar
Comments (0)
Add Comment