স্টেডিয়ামের ড্রেসিংরুমের বাথরুমে মিলল খেলোয়াড়ের মরদেহ

অনলাইন ডেস্ক:

বরিশাল আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মাণাধীন আউটার ড্রেসিংরুমের বাথরুম থেকে সোহেল জমাদ্দার (২৩) নামে এক ফুটবল খেলোয়াড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সোহেল ঝালকাঠী জেলার রায়াপুর স্কুল সংলগ্ন সিরাজের ভাড়াটিয়া। সে বরগুনা জেলার বামনা উপজেলা সিঙ্গলাবুনিয়া গ্রামের হাবিব জমাদ্দারের ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মৃতদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে বরিশাল আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মাণাধীন ভবনের মধ্যে থেকে ২৩ বছর বয়সী সোহেল জমাদ্দার নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় আত্মহত্যার চিহ্ন রয়েছে।

পূর্বে সে ঢাকা সাইফ স্পোর্টিংক্লাবের গোলরক্ষক ছিল। বর্তমানে নির্দিষ্ট কোন দলের সঙ্গে নেই।

এক সন্তানের জনক সোহেলের প্রেমিকের সাথে ফটো আদান প্রদান চলছিল। এ কারণে দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ লেগে আছে।

দেশী টুয়েন্টিফোরস্টেডিয়ামের ড্রেসিংরুমের বাথরুমে মিলল খেলোয়াড়ের মরদেহ
Comments (0)
Add Comment