সীতাকুণ্ডে বিস্ফোরণ: আহত ১০ জনের নাম জানা গেছে

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা রি রোলিং মিলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক পাচঁ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অন্তত ৩০ জনের ও বেশি আহত হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কদম রসুল (কেশবপুর) এলাকার অক্সিজেন প্ল্যান্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুল আলম (৫০)। আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান দাদা বয়স (৩৫), শাহরিয়ার (২৬), মো. জাহিদ হাসান (২৬), শামসুল আলম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি। তিনি বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি।’ তবে বিস্ফোরণে বহু হতাতহ হতে পারে বলে জানা গেছে।

এর মধ্যে আহত ১০ জনের নাম পাওয়া গেছে।

তারা হলেন- নিহত শামসুল আলম (৫০), আহত মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান দাদা বয়স (৩৫), শাহরিয়ার (২৬), মো. জাহিদ হাসান (২৬) ও শামসুল আলম (৫০)। তবে আহত আরও ২০ জনের নাম পরিচয় জানা যায় নি।

দেশী টুয়েন্টিফোরসীতাকুণ্ডে বিস্ফোরণ: আহত ১০ জনের নাম জানা গেছে
Comments (0)
Add Comment