হাতের সঙ্গে কথা বলুন

Erdogan tells European monitors to ‘talk to the hand’

তুরস্কের গণভোটের সমালোচনাকারীদের উদ্দেশে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘হাতের সঙ্গে কথা বলুন। এই দেশে সবচেয়ে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা পশ্চিমের কোথাও দেখা যায়নি।’

তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতার পরিধি বাড়াতে রোববার যে গণভোট হয়েছে তাতে বিরোধীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না বলে দাবি করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলো। এর পরিপ্রেক্ষিতে এরদোয়ান সোমবার এ মন্তব্য করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়ানোর প্রশ্নে রোববার অনুষ্ঠিত গণভোটে জয়ী হয়েছেন এরদোগান দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতা বাড়ানোর পক্ষে‘হ্যা’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩৭ শতাংশ। আর না ভোট পড়েছে ৪৮ দশমিক ৬৩ শতাংশ। ‘হ্যাঁ’ ভোটের জয়ের ফলে এখন প্রেসিডেন্ট হবেন নির্বাহী প্রধান, রাষ্ট্রপ্রধান এবং রাজনৈতিক দলের সাথেও তার সম্পর্ক বজায় থাকবে। প্রধানমন্ত্রীর ভূমিকা বিলুপ্ত করে দুই বা তিনজন ভাইস প্রেসিডেন্টের পদ তৈরি করা হবে। বিরোধীরা অবশ্য ভোট পুন:গণনার দাবি জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় গণমাধ্যম ভোটের হিসেবে গড়মিল করেছে।

সোমবার আঙ্কারায় এক সমাবেশে এরদোয়ান বলেন, ‘পশ্চিমা ক্রুসেডার ও তাদের এ দেশীয় দাসদের আচরণ হচ্ছে আমাদের ওপর আক্রমণ চালানো। আপনারা যেসব রাজনৈতিক প্রতিবেদন তৈরি করেন, এগুলো আমরা দেখিও না শুনিও না। আমরা আমাদের লক্ষ্যে পথ চলতে থাকব। হাতের সঙ্গে কথা বলুন। এই দেশে সবচেয়ে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা পশ্চিমের কোথাও দেখা যায়নি।’

Erdogan to European monitorstalk to the hand
Comments (0)
Add Comment