পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুর্যোগেই পুলিশ মানুষের পাশে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করে চলেছে। যেকোনো ঝুঁকি নিতে তারা পিছপা হয় না। এছাড়া দক্ষতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করে চলছে।

পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড মাঠে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে তাণ্ডব-অগ্নিসন্ত্রাসের ফলে প্রায় সাড়ে তিন হাজারের মতো মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল। ৫০০ মানুষ মারা গেছেন অগ্নি সন্ত্রাসের কারণে। যেখানে ২৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত আরো অনেকে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই বিএনপি, জামায়াত-শিবিররা যেভাবে হত্যা করেছে প্রকাশ্যে দিবালোকে, এভাবে পুলিশের গায়ে কখনো কেউ হাত দেয়! তা কখনো দেখা যায় না। যদিও তা বাংলাদেশে ঘটেছে। এছাড়া সাড়ে তিন হাজার বাস-ট্রাক, ১৯টি ট্রেন, ১১টি লঞ্চ পুড়িয়ে ধ্বংস করেছে। ৭০টি সরকারি ও ছয়টি ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে। সে সময় পুলিশের সদস্যরা জীবন বাজি রেখে এই রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে রুখে দিয়ে জনগণের নিরাপত্তা দিয়েছেন। দুর্ভাগ্য হলো, অনেক পুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়ে বেঁচে আছেন, কিন্তু কারো চেহারা এতো বিকৃত হয়েছে যে তারা মানুষের সামনে যেতে পারেন না। বাংলাদেশে এ ধরনের অগ্নিসন্ত্রাসের ঘটনা যেন আর না ঘটে।‘

দেশী টুয়েন্টিফোরপুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে : প্রধানমন্ত্রী
Comments (0)
Add Comment