কম্বোডিয়ায় ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১০

অনলাইন ডেস্ক:

কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী পোইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলে আগুন লাগে।

সেসময় ভবনটির ভেতরে প্রায় চারশ লোক ছিল বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লোকজনকে হোটেলের উপরের তলাগুলো থেকে নিচে লাফ দিতে বা পড়ে যেতে দেখা গেছে।

হোটেলটিতে অনেক থাই নাগরিকও ছিলেন, পরে তারা সীমান্ত পেরিয়ে নিজ দেশে ঢুকে পড়েন, বলেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আগুনের সূত্রপাত কীভাবে কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।

বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকক পোস্ট।

এ ঘটনায় আহত অনেককে থাইল্যান্ডের সা কায়েও প্রদেশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন।

দুই দেশের মধ্যে থাকা অন্যতম সীমান্ত ক্রসিং পোইপেটের ক্যাসিনোগুলো থাই নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ হওয়ায় অনেকেই সীমান্ত পেরিয়ে এই ক্যাসিনোগুলোতে যান।

কম্বোডিয়ায় ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১০দেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment