শিশুকে ধর্ষণের পর হত্যা : ২ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে শিমু আক্তার নামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।

মঙ্গলবার সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

এছাড়া তাদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের এক কৃষকের শিশু কন্যা শিমু আক্তারকে ধর্ষণের করা হয়। ঘটনাটি শিমু তার বাবাকে জানাবে বললে ধর্ষক বাচ্চু মিয়া ও আমির হামজা ক্ষুব্ধ হয়ে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহত শিমু আক্তারের বাবা মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেফতার করে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জনের সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার এই রায় দেন আদালত।

আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

দেশী টুয়েন্টিফোরশিশুকে ধর্ষণের পর হত্যা : ২ জনের ফাঁসি
Comments (0)
Add Comment