দারুণ লড়াইয়ের পরেও ড্রয়েই শেষ চট্টগ্রাম টেস্ট

চতুর্থ দিনে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডের ৩৯ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। কিন্তু পঞ্চম দিন দলের হাল ধরেন শ্রীলঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা।

আজ বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম টেস্টের ভাগ্যে লেখা হলো নিষ্প্রাণ ড্রই।

শেষ দিনের শেষ বিকেলেও কোনো ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কা, ফ্লাট উইকেটে তাদের বিপদেও ফেলতে পারেননি টাইগার বোলাররা। ফলে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৯০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই পক্ষ।

প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৬৫ রান করে বাংলাদেশ।

পঞ্চম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭০.১ ওভারে ৪৬৫

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০/৬

দারুণ লড়াইয়ের পরেও ড্রয়েই শেষ চট্টগ্রাম টেস্টদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment