১০০০ টাকার লাল নোট বাতিলের তথ্য ভুয়া: কেন্দ্রীয় ব্যাংক

নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেন। এদিকে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে গণমাধ্যমে। এর আগে জামালপুরের কৃষি ব্যাংকের নামে ফেসবুকে ঘুরছে একটি ভুয়া নির্দেশনা। বিশেষ দৃষ্টি আকর্ষণ শিরোনামে সেই নির্দেশনায় বলা আছে, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা ৩০ মে ২০২২। এরপর আর কোনও এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংকে জমা নেয়া হবে না। সুতরাং ৩০ মে তারিখ দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
১০০০ টাকার লাল নোট বাতিলের তথ্য ভুয়া: কেন্দ্রীয় ব্যাংকদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment