ইউক্রেনের শিশুরা মারা যাচ্ছে পানিশূন্যতায়

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিওপল থেকে কোনো রকমে জীবন নিয়ে পালিয়েছেন ভিক্টোরিয়া। রাশিয়ার সামরিক বাহিনীর অনবরত গোলাবর্ষণে এই শহরে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার বর্ণনা দিয়েছেন তিনি। বলেছেন, মারিউপোল শহর একেবারে ধ্বংস করা হয়েছে। মানুষের বাঁচার অবলম্বন আর নেই। খাবার, পানি ও ওষুধের তীব্র সংকটের মুখোমুখি হয়েছেন লাখ লাখ মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বলেছেন, তিনি মারিওপল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি গ্রামে পালিয়েছেন। পরিবারের সদস্যদের ফেলে রেখে এসেছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমার শহর একেবারে ধ্বংস হয়ে গেছে।’ প্রত্যেকদিন রাশিয়ার গোলাবর্ষণের শব্দ শোনার কথা যখন বলছিলেন, তখন তার কণ্ঠ কাঁপছিল। ‘মানুষ ভবনের বেইজমেন্টে অবস্থান করছে, তবে সেটি আর নিরাপদ নেই। তারা বোমা বর্ষণ করায় শক্ত বেইজমেন্টও ধ্বংস হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অনেক মানুষের কাছে খাবার এবং পানিও নেই। আমার পরিচিত তিনজন শিশু পানিশূন্যতায় মারা গেছে। এটি একবিংশ শতাব্দি, আমার শহরে শিশুরা পানিশূন্যতায় মারা যাচ্ছে। তারা এখন ক্ষুধার্ত।’

ইউক্রেনের শিশুরা মারা যাচ্ছে পানিশূন্যতায়দেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment