এবার আমেরিকার আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধ

ইউক্রেনে আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রের আকাশপথও বন্ধ করা হয়েছে রাশিয়ার বিমানের জন্য।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার কোনো বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না। খবর বিবিসির।

ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ার পর আমেরিকার কাছ থেকেও এ ধরনের পদক্ষেপ এলো।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, এ নিষেধাজ্ঞা রাশিয়াকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির ওপর চাপ তৈরি করবে।

রাশিয়ার মুদ্রা রুবল ৩০ শতাংশ এবং শেয়ারবাজার ৪০ শতাংশ মূল্য হারিয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন।

ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান।

বাইডেন বলেন, পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে; কিন্তু তারা কখনই ইউক্রেনের জনগণের হৃদয় জয় করতে পারবে না।

এবার আমেরিকার আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment