মহানগরে আটকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আটকে আছে মহানগরের দ্বন্দ্বে। অথচ গত বছরের ১৮ নভেম্বর উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির বিলুপ্ত করা হয়। এরপর থেকে উত্তর জেলায় কমিটি নেই। সাতটি উপজেলার সবগুলো কমিটি মেয়াদোত্তীর্ণ। নেই তেমন সাংগঠনিক কার্যক্রমও। একারণে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ অনেকটা নিস্তেজ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের বিষয়টি আলোচনায় উঠে। এসময় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের পরেই উত্তর জেলার সম্মেলন করা হবে। ৮ মাস আগে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হওয়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কারা হবেন তা নির্ধারণ করতে পারেনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কবে ঘোষণা করা হবে তাও জানেন না তারা। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ পূর্বকোণকে বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্বের প্রভাব এখানে পড়েছে। তাই তারা শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এদিকে, গত বছরের ১৮ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলার সাথে কুমিল্লা উত্তর জেলার কমিটিও একইসময়ে বিলুপ্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দ্রুততার সাথে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছিল। খেঁাজ নিয়ে জানা গেছে, উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ি উপজেলার আংশিক কমিটি কমিটি হয় ২০০৪ সালে। ২০১২ সালে সীতাকুণ্ডের, ২০১৫ সালে কমিটি হয় মিরসরাই উপজেলার, ২০১৭ সালে কমিটি হয়েছে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনীয়া এবং সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের।
ফটিকছড়ি উপজেলায় সভাপতির দায়িত্ব পালন করছেন এ কে আজাদ বাবুল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। হাটহাজারী উপজেলায় সভাপতি মহসিন খান এবং সাধারণ সম্পাদক আকবর চৌধুরী, সন্দ্বীপ উপজেলার আহবায়ক রেজাউল করিম সাগর, রাউজানের আহবায়ক জাহাঙ্গীর সুমন, সীতাকুণ্ডের সভাপতি আশেক এলাহী দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। রাঙ্গুনীয়ার সভাপতি নাছির উদ্দিন রিয়াজ এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম। জানতে চাইলে চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা পূর্বকোণকে বলেন, দিন দশেক আগে সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সভা ডেকেছিল। ওই সভায় চট্টগ্রাম উত্তর জেলার বিষয়টি তিনি তুলেছেন উল্লেখ করে বলেন, সভাপতি—সাধারণ সম্পাদক বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন। খুব দ্রুতই উত্তর জেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। চট্টগ্রাম উত্তর জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই সম্মেলনের মাধ্যমে কমিটি উপহার দেয়ার চেষ্টা চলছে।

দেশী টুয়েন্টিফোরমহানগরে আটকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি
Comments (0)
Add Comment