পুলিশের সরঞ্জামসহ চার ভুয়া ডিবি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

অস্ত্র-গুলি, প্রাইভেটকার ও পুলিশের সরঞ্জামসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া চারজনকে আটক করেছে ডিবি মতিঝিল বিভাগ।

বুধবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মামুন মণ্ডল, মো. আলী, আহম্মেদ ও সুমন শেখ ওরফে আমির হোসেন।
এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি ডিবির জ্যাকেট ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গত ২৯ আগস্ট মালিবাগ চৌধুরীপাড়া শহীদ বাকী রোডে ঢাকা ব্যাংক থেকে দুপরে মোশারফ হোসেন নামে একজন পাঁচ লাখ টাকা তুলে বাসায় রওনা দেন। পথে একটি প্রাইভেটকার গতিরোধ করে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ও শারীরিক নির্যাতন করে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

ঘটনার দিন বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও চৈতি গার্মেন্টেসের পাশে ভিকটিমকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এ বিষয়ে ৩০ আগস্ট রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। এ বিষয়ে ছায়া তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করা হয়।

আটকরা ঢাকা ও ঢাকার আশপাশের জেলার প্রাইভেটকারে কারে করে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিল বলেও জানান তিনি।

গ্রেফতারছিনতাইঢাকা
Comments (0)
Add Comment