২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬০০

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ শতাংশ।

আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৯ হাজার ৯৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮২৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪৭ জন নগরের। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৫৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন শহরের ও দুজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৫৪৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩১ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ৯ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

 

অধিদপ্তরচট্টগ্রামস্বাস্থ্য
Comments (0)
Add Comment