কাল থেকে গণটিকাদান কার্যক্রম শুরু

কাল থেকে সারাদেশে চীনের সিনোফার্মের গণটিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক  :

বৃহস্পতিবার থেকে সারাদেশে চীনের সিনোফার্মের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। সারাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল এবং সৈয়দপুর সদর হাসপাতালে এই টিকাদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ হাসপাতালগুলোতে পূর্বের ন্যায় টিকাদান কার্যক্রম শুরু হবে।

রাজধানীতে ইতোপূর্বে ৪৮টি কেন্দ্রে টিকাদান করা হলেও এ মুহূর্তে ৮টি বাদে ৪০টি কেন্দ্রে পূর্বের ন্যায় একই সময়ে একই নিয়মে টিকাদান কার্যক্রম চালু হবে। করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে অধিদফতরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে এসব কথা বলেন। সিনোফার্মের টিকাদানের ক্ষেত্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং, আইএইচটি, ম্যাটস ও মিডওয়াইফ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তালিকাভুক্ত শিক্ষার্থী, পুলিশ ও সম্মুখ সারির কর্মীরা এ টিকা প্রদানে অগ্রাধিকার পাবেন। যারা আগে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারেননি তারাও এসব কেন্দ্রে টিকা নিতে পারবেন।

করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
Comments (0)
Add Comment