ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আগামী ১৫ জুলাই, ২০২১ মঙ্গলবার বেলা ৩.০০ (তিন) টা হতে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে শুরু হবে।

এ প্রতিযোগিতা উপলক্ষে আজ বৃহস্পতিবার ( ১০ জুন ) সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এক প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও গেমস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যাহ, সাধারণ সম্পাদক ও বিশ দাবা সংস্থার এশিয়া জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক প্রতিযোগিতার প্রধান বিচারক মোঃ হরুন অর রশিদ এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সজল মাহমুদ এ প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত হয়ে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা সম্পর্কে বিভিন্ন তথ্য উত্থাপন করেন।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ প্রতিযোগতার খেলা অনুষ্ঠিত হবে। আগে আসলে আগে নেয়া হবে ভিত্তিতে ১০ জন খেলোয়াড় নির্ধারিত এন্ট্রি ফিসহ এ ইভেন্টে নাম অংশগ্রহণের জন্য নাম জমা দিতে পারবেন। প্রতিযোগিতার বিজয়ীদের নগদ দুই লক্ষ টাক অর্থ পুরস্কার ও পঞ্চাশ হাজার টাকার ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে।

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতাখেলাধুলাবাংলাদেশোওয়ালটন
Comments (0)
Add Comment