চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৫৬৭ জন। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯১ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ২৮৪ জন।

সোমবার (১০ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। যার মধ্যে নগরীর ৪২০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৭ জন ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১৩৮ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ২৮৪ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৪৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ২৩৫ জন।

করোনাচট্টগ্রামচট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়
Comments (0)
Add Comment