পশ্চিম বাকলিয়া তাজ উদ্দিন শাহ ( র.) মাজার এলাকায় মশকনিধন অভিযান

 পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমের উদ্যোগে তাজ উদ্দিন শাহ ( র.) মাজার এলাকায় মশকনিধন কার্যক্রম

নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের,কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের নির্দেশনায় ৬ মে বৃহস্পতিবার বিকেলে কে. বি আমান আলী রোডস্থ  হযরত তাজউদ্দিন শাহ (র.) মাজার সংলগ্ন আশপাশের বাসা-বাড়ি, অজিউল্লাহ মাস্টার বাড়ি, এয়াকুব আলী বলির বাড়ি, আব্দুল আজিজ ডি এস পি বাড়ি ও মোস্তফাবাগ আবাসিক এলাকায় মশক নিধন অভিযান চালানো হয়।

এসময় কাউন্সিলর শহিদ বলেন, চারদিকে খালগুলো ভরা। চট্টগ্রাম সিট কর্পোরেশনই শুধু নালাগুলো পরিষ্কার করছে। খাল পরিষ্কারে কর্পোরেশনকে সাথে নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে পারে বর্ষার জলাবদ্ধতা থেকে নগরবাসীকে বাঁচাতে। চউক জলাবদ্ধতা প্রকল্পের কাজ পেয়েছে। আর জলাবদ্ধতা নিরসনের কাজে অভিজ্ঞতা আছে কর্পোরেশনের। কাজেই দুই সেবা সংস্থাকে মিলে কাজ করতো হবে। খাল নালা পরিষ্কার থাকলে মশার প্রজনন বৃদ্ধি পাবে না। তিনি এলাকাবসীকে নালা-খালে ময়লা আবর্জনা ও গৃহস্থালি বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে বলেন।

 

পশ্চিম বাকলিয়া তাজ উদ্দিন শাহ ( র.) মাজার এলাকায় মশকনিধন অভিযান
Comments (0)
Add Comment