রাউজান পৌরসভার অবহেলিত জনপদ ছত্রপাড়া এলাকায় লাগানো হচ্ছে সড়ক বাতি

রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের অবহেলিত জনপদ ছত্রপাড়া এলাকায় শুরু হয়েছে উন্নয়ন কার্যক্রম।রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ মেয়রের দায়িত্বভার গ্রহন করে ছত্রপাড়াকে অগ্রাধিকার দিয়ে এই উন্নয়ন কাজ শুরু করেন।

প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা নির্মানের মাধ্যমে কাজ শুরু করেন মেয়র। এরপর কয়েকটি কবর সংস্কার করে সীমানা প্রাচীর নির্মাণ করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।

এবার সড়ক বাতি নির্মাণ করে আলোকিত করছেন ছত্রপাড়া গ্রামকে। ৫ মে বুধবার সকাল থেকে সড়ক বাতির লাইনের কাজ শুরু করা হয়।

দারগারো বাড়ী হয়ে পৌরসভার ১নং সড়ক, রাশেদ বিল্ডং সড়ক, আইয়ুব চৌধুরী বাড়ী হয়ে রায় কিশোরী সড়ক, মহাজন বাড়ী সড়ক পর্ষন্ত সড়ক বাতি লাগানোর কাজ এগিয়ে চলছে। এছাড়াও বায়তুল মামুন জামে মসজিদ ও অধঁর চাঁদ গোস্বামী সেবাশ্রমে সড়ক বাতি লাগানো হয়েছে।

ছত্রপাড়া এলাকায় সড়ক বাতি নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পৌসভার ইলেক্টিক প্রকৌশলী তন্ময় চাকমা। এসময় স্থানীয় সমাজ সেবক মাওলানা মোহাম্মদ এনাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামরাউজান
Comments (0)
Add Comment