কর্মবিরতি প্রত্যাহার করেছে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। কর্মবিরতি প্রত্যাহারের পর ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে আসতে শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

রোববার (২ মে) দুপুরে বিষয়টি জানান চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

ইর্ন্টান ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবি, জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত তারা। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় সংগঠনটি। চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২৮ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। ইন্টার্ন চিকিৎসকদের ওপর যেসব মেডিকেল শিক্ষার্থীরা হামলা চালিয়েছে তাদের বহিষ্কার এবং বহিরাগতদের আইনের আওতায় আনার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজচমেক ইন্টার্ন চিকিৎসক
Comments (0)
Add Comment