রাউজান পৌরসভায় আর্থিক অনুদান ও সুরক্ষা সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় রাউজান পৌরসভার ৪ শত নারী-পুরুষকে আর্থিক অনুদান ও এক হাজার পরিবারকে কীটনাশকযুক্ত মশারী, সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও গহিরা কলেজ মাঠে আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

এসময় এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, আমরা একসাথে মিলে কাজ করলে অসাধারণ কিছু করতে পারবো, যা রাউজানবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর কাজী মমোহাম্মদ ইকবাল, বশির উদ্দিন খাঁন, জানে আলম জনি, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, এডভোকেট সমীর দাশগুপ্ত, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দীন, আজাদ হোসেন, আ.লীগ নেতা হাসান মো. রাসেল, আহসান হাবিব চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, যুবলীগ নেতা তপন দে, আবু ছালেক,সবুজ দে ভানু, দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, নাছির উদ্দীন, তানভীর হাসান চৌধুরী, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, বেলাল হোসেন সিফাত, ইমতিয়াজ জামাল নকিব, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জুয়েল উপস্থিত ছিলেন।

চট্টগ্রামচট্টগ্রাম জেলা প্রশাসনরাউজান
Comments (0)
Add Comment