রাউজানে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে রাউজানে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে ৷

গত রবিবার (১৮ এপ্রিল) সকালে রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনশ মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷।

এ সময় টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজান থেকে বার বার নির্বাচিত, গণমানুষের নেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অতিষ দর্শী চাকমা, কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাশি, তসলিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশগুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, পৌর আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু উপস্থিত ছিলেন।

চট্টগ্রামরাউজান
Comments (0)
Add Comment