৫০ শতাংশ কর্মী দিয়ে চলবে ব্যাংক কার্যক্রম

বাংলাদেশ ব্যাংক ভবন

দেশের করোনা মহামারি ঠেকাতে ও সংক্রমণ রোধে অফিসে প্রবেশ ও অবস্থানকালীন বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে ৫০ শতাংশ কর্মী বা জনবলে দিয়ে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে।

গত বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ করোনা প্রতিরোধে ব্যাংকের করণীয় বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। এই নির্দেশনা আগামী দুই সপ্তাহ পালন করতে বলা হয়েছে।

দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ফের নতুন করে ১৮ দফা নির্দেশনা দেয়। এর মধ্যে ৬টি নির্দেশনা পালন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

করোনাবাংলাদেশ ব্যাংক
Comments (0)
Add Comment