একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন আজ

জাতীয় সংসদ ভবন

দেশে করোনা মহামারি আবারো বাড়ছে প্রবলভাবে। বরাবরের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হবে বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায়। করোনা প্রভাব বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত চলতি একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন চলবে ১, ৩ ও ৪ এপ্রিল।

অধিবেশনের বিষয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম বলেন, সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ সদস্যরা করোনা পরীক্ষা করে বৈঠকে যোগ দেবেন। স্বাস্থ্য সুরক্ষার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের এমন পরিস্থিতিতে আমরা স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে সিনিয়র সংসদ সদস্যদের নিরুৎসাহিত করেছি। করোনাকালের অন্য অধিবেশনের মতো এবার সংসদ সদস্যরা রুটিন ভিত্তিতে যোগ দেবেন। বৈঠকে উপস্থিতির বিষয় কেবল কোরাম পূর্ণ হওয়ার ওপর জোর দেওয়া হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন চলবে বৃহস্পতি, শনি ও রোববার পর্যন্ত। গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ
Comments (0)
Add Comment